Venue
Dept.of Soil,water and Environment, University of Dhaka
Dept.of Soil,water and Environment, University of Dhaka
রেজিস্ট্রেশন:
প্রত্যেক দলে ৩ জন সদস্য থাকতে হবে। আগ্রহীরা গুগল ফর্মের মাধ্যমে Youth for Earth: An Innovative Case Solution Championship-এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
অংশগ্রহণের ধাপ:
1. ৩ জন সদস্য নিয়ে একটি দল গঠন করুন।
2. গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন (লিংক সংযুক্ত)।
3. প্রতি সদস্য ১০০ টাকা এবং ক্লাবের সদস্যদের জন্য ৫০০ টাকা বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করে রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।
ঢাকার বাইরে থেকে আগত শিক্ষার্থীদের জন্য বিশেষ অসুবিধা সাপেক্ষে প্রাথমিক মূল্যায়নের দিন আবাসন সুবিধা রয়েছে।
পুরস্কারসমূহ:
টি-শার্ট + সার্টিফিকেট
শীর্ষ ৩ দল মন্ত্রণালয়ের সাথে কাজ করার সুযোগ পাবে।
সেরা দলগুলো মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রাথমিক মূল্যায়ন:
শুধুমাত্র আইডিয়া সমাধানের প্রেজেন্টেশন(স্লাইডের মাধ্যমে)
প্রতিযোগিতার তারিখ:
০৭/০২/২০২৫ তারিখ
থিমসমূহ:
১. থ্রি জিরো তত্ত্বের যেকোনো একটি বিষয়:
(০ দারিদ্র্য, ০ বেকারত্ব, ০ কার্বন)
অথবা
নিম্নোক্ত তিনটি থিমের যেকোনো একটি:
১. আদর্শ/মডেল ক্যাম্পাস: একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গঠন
এই থিমের মাধ্যমে শিক্ষার্থীরা এমন একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মডেল তৈরি করবে, যা পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিকভাবে টেকসই হবে।
বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের গ্রীন এন্টারপ্রেনারশিপ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সম্পৃক্ত করার কৌশল তৈরি করতে হবে।
উপস্থাপিত ধারণাগুলো বাস্তবায়নযোগ্য, সম্প্রসারণযোগ্য এবং কার্যকর হতে হবে।
২. পরিবেশবান্ধব মেগাসিটি: ঢাকা শহরকে বাসযোগ্য ও সবুজ নগরীতে রূপান্তর
নগরায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে ঢাকা শহরকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের কৌশল প্রস্তাব করতে হবে।
এটির মধ্যে থাকবে বায়ু ও জলদূষণ কমানোর উপায়, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা।
নগরবাসীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব ও কার্যকর সমাধান তৈরি করা।
৩. টেকসই উপকূল ব্যবস্থাপনা: উপকূলীয় বাস্তুতন্ত্র (Ecosystem) ও জীবিকা সংরক্ষণ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভূমিক্ষয়, বাস্তুতন্ত্রের অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল উপস্থাপন করতে হবে।
জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকার ব্যবস্থা ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য নতুন ধারণা প্রদান করতে হবে।
পুরস্কার:
শীর্ষ ৩ দল: সার্টিফিকেট + ক্রেস্ট + টি-শার্ট + মন্ত্রণালয়ের সাথে কাজের সুযোগ।
শীর্ষ ১৫ দল: সার্টিফিকেট + ক্রেস্ট + টি-শার্ট + মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ।
Youth for Earth, An Innovative Case Solution Championship.
Phase 01: Registration
Each team must consist of a minimum of three members, with a commitment to gender balance. Interested Youth may register for the Youth for Earth, An Innovative Case Solution Championship using the provided Google form link.
To participate, follow these steps:
1. Form a team of 3 members.
2. Complete the registration process using the Google Form (link given)
3. Pay a registration fee of 500 BDT via bKash or Nagad to secure your spot.
Payment Process:
• Bkash/Nagad Number- 01521110123
• Reference- Youth for Earth
• Write down Transaction ID to fill in the form
The deadline for registration is- 03/02/2025
Google form link:
https://forms.gle/115B41KWyZGz8R4S7
Don’t miss this chance to showcase your ideas and contribute to a sustainable future!
Phase 02: Theme Distribution
Task: Generate an idea focusing on the given themes to promote a better environment and society.
Themes:
1. Model Campus: Building a Sustainable and Inclusive University Campus.
This theme invites youth teams to conceptualize and design a comprehensive model for a university campus that is sustainable in every sense (environmentally, socially, and economically). Participants will focus on areas such as waste management, energy efficiency, biodiversity enhancement, and social inclusivity.
Youth Labor Productivity Utilization: Engaging students in meaningful activities like green entrepreneurship, volunteer programs, and skill-building initiatives to contribute to sustainability while enhancing leadership skills.
The objective is to inspire young leaders to envision campuses that promote green practices while fostering equity and well-being among students and staff. The proposed ideas should be realistic, scalable, and adaptable for real-world implementation.
2. Eco-Friendly Megacity: Transforming Dhaka into a Green and Livable City
In this case, teams will address the challenges of urbanization in Dhaka, with a focus on creating solutions to transform it into an eco-friendly megacity. This includes strategies for reducing air and water pollution, enhancing waste management systems, increasing urban green spaces, and promoting sustainable public transportation.
The goal is to inspire innovative, practical, and community-driven solutions that make Dhaka a cleaner, greener, and more livable city, even amidst rapid urban expansion.
3. Sustainable Sea Coast Management: Preserving Coastal Ecosystems and Livelihoods
This theme centers around Bangladesh’s vulnerable coastal regions. Participants will propose strategies to address critical issues like land erosion, degradation of ecosystems, and the effects of climate change on coastal areas. Their models should highlight innovative approaches to protect biodiversity, promote sustainable livelihoods for coastal communities, and ensure climate resilience.
This theme encourages the integration of eco-friendly technologies, nature-based solutions, and community participation in developing sustainable coastal management systems.
Outline of the Campaign: Background, Objective, Target Group, Key Message, Channels/Tools, Resources, etc.
Phase 03: Idea Selection
Round-01: Idea Presentation
Teams will be invited to present their ideas to the honorable jury board. Based on their presentations, the jury will select the top 15 teams to proceed to the next round.
Date: 7th February, 2025
Round-02: Final Presentation
The top 10 teams will present their ideas and practical models directly to government administrators. Their presentations will be evaluated by the jury, who will then select the Champion, First Runner-Up, and Second Runner-Up of the competition.
Date: 13/02/25
Originality Requirement: All models must be the original work of the participating teams.
Plagiarism Policy: Use of copyrighted material without proper attribution will result in disqualification.
Dhaka University Environment Society (DUES)
Paid
https://forms.gle/115B41KWyZGz8R4S7
Add a review