Venue
Studio Bhaskarme, 95/5 Hazaribagh (Puran thana mor), Jigatola, Dhaka - 1209
Studio Bhaskarme, 95/5 Hazaribagh (Puran thana mor), Jigatola, Dhaka - 1209
ʃast̪iniket̪on: Exhibition of Arts & Resonance
In a world where silence often prevails and voices struggle to rise, ʃast̪iniket̪on offers a profound and timely response—a celebration of artistic expression that champions resilience, truth, and the transformative power of creativity. Far more than an exhibition, this is a thoughtful exploration of the human spirit’s capacity to overcome barriers and reclaim narratives that have long been silenced. Each canvas, each stroke, and each piece invites us to engage, reflect, and connect with stories that resonate deeply.
Complementing the striking visual works are carefully curated books—pathways to greater understanding, offering an opportunity to explore these themes beyond the gallery walls. There will be a book-selling kiosk for Sarridon Collective. You will also get the chance to meet the artists and writers during the exhibition.
🖌️ Curated By: Imran Firdaus
🗓️ Dates: 03-06 January 2025
📍 Venue: Studio Bhaskarme, 95/5 Hazaribagh (Puran thana
mor), Jigatola, Dhaka - 1209
https://maps.app.goo.gl/sAk7ddgDMUVLTxuf8
🌟 Featuring Artists:
Brotipriya Das
Fahad Hasan Kazmee
Helal Samrat
Mahbub Shahriar
Nafees Sabur
Razib Datta
Shikdar Saikat
Brought to life by Sarridon Collective and Kalapahar and hosted at the evocative Studio Bhaskarme, this event is a testament to the importance of dialogue and the enduring relevance of creative expression.
We warmly invite you to join us. Step into this vibrant space, encounter the unspoken and participate in a conversation that seeks to inspire and transform. Let us celebrate the courage of art and its ability to connect us all.
শাস্তিনিকেতন: ভাবমূর্তি প্রদর্শনী
বাংলাদেশ এমন এক সংসার এর নাম, যেখানে মজলুমের নীরবতাই নিয়ম, যেখানে নিয়ম চ্যালেন্জকারীর কণ্ঠস্বর উঠে দাঁড়ানোর আগেই স্তব্ধ হয়ে যায়, সেখানেই শাস্তিনিকেতন (ʃast̪iniket̪on) প্রকটিত হয় অনুসন্ধিৎসু দেখনদারি নিয়ে। যা দেখতে ও দেখাতে চায় নিওলিবারেল বাংলাদেশে কিভাবে সেলফ-সেন্সরশিপের প্রাত্যহিক ব্যবহার সিস্টেমিক নজরদারির ভিত্তি হিসেবে কাজ করে থাকে। যেখানে 'চুপ' করে থাকাটা পছন্দ না হলেও সংগ্রহে রাখার মতন কম্ফোর্ট অফার করে।
শাস্তিনিকেতন শুধুই একটি প্রদর্শনী নয়, এটি ভাবমূর্তি প্রদর্শনী। ভাবমূর্তি কি বস্তু- যা দেখা যায় না কিন্তু প্রতিনিয়ত ক্ষুণ্ণ হয়? নাকি এক মূর্তিমান আতংক? কেন এটি টাচস্ক্রিনের পর্দার মত স্পর্শকাতর? এইসব নানান সওয়াল নিয়ে হাজির হয় শাস্তিনিকেতন!
শিল্প ও কর্ম এখানে উছিলা মাত্র। এই প্রদর্শনীতে জড়ো হওয়া শিল্পকর্মীরা নিজ নিজ মাধ্যমে ওইসব গল্পই বলতে চেয়েছেন যা ভয় নিঃসরিত নীরবতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, আমাদের ভাবতে, অনুভব করতে আর সংযোগ স্থাপন করতে আমন্ত্রণ জানায় সহিষ্ণুতার বাস্তবতা পরখ করে দেখতে। নিয়মকানুনের বাইরে সৎ ও সত্যের সীমিত ভালোবাসার জগৎ অনুসন্ধানে।
ভাবমূর্তি ও অণুরনণের এই দৃঢ় প্রদর্শনীতে থাকবে একটি বই বেচা বিক্রির স্টল, যেখানে সারণি থেকে পাওয়া যাবে সমসাময়িক ও গতকালকের দেশ নিয়ে ভাবনার নতুন উপকরণ। স্যারিডন কালেকটিভ-এর সৌজন্যে এই বইগুলো আপনাকে গ্যালারির বাইরেও ভাবমূর্তি অনুসন্ধানের সুযোগ দেবে। প্রদর্শনীর সময় শিল্পী ও লেখকদের সঙ্গে দেখা করার সুযোগও পাবেন এই যাত্রায়।
ইমরান ফিরদাউসের কিউরেশনে শাস্তিনিকেতন (ʃast̪iniket̪on) ২০২৫ সালের ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত হাজরীবাগের স্টুডিও ভাস্কর্মীতে অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন সমকালীন তরুণ শিল্পীরা, যেমন ব্রতীপ্রিয়া দাশ, ফাহাদ হাসান কাজমী, হেলাল সম্রাট, মাহবুব শাহরিয়ার, নাফিস সবুর, রাজীব দত্ত এবং শিকদার সৈকত।
স্যারিডন কালেকটিভ এবং কালাপাহাড়-এর আয়োজনে এবং স্টুডিও ভাস্কর্মীর সহায়তায় এই আয়োজন আমাদের জীবনে সংলাপের গুরুত্ব এবং সৃষ্টিশীলতার চিরন্তন প্রাসঙ্গিকতাকে স্মরণ করিয়ে দিতে চায় এই দুই দশমিক মহাশূন্যের জামানায়।
আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। এই প্রাণবন্ত পরিসরে আসুন, নীরবতার ধামাচাপা পড়া কথাগুলো শুনুন, এবং এমন এক আলোচনায় অংশ নিন যা আপনাকে অনুপ্রাণিত করবে, পরিবর্তিত করবে। আসুন, আমরা সবাই মিলে উদযাপন করি ভাবমূর্তির সাহসিকতা এবং তার অন্তর্নিহিত সংযোগের শক্তিকে।
Sarridon collective
Free
Add a review