Venue
TSC
TSC
অপেক্ষার পালা শেষে টিএসসি প্রাঙ্গণে আবারও আয়োজিত হতে চলেছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’।
আগামী ১৫-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবটির ২৩তম কিস্তি—‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’। বসন্তের চিরসবুজ সমারোহের মাঝে পলাশের রক্তিমাভার সমন্বয়ে এবারের আসরটি সাজানো হয়েছে। পলাশের অনির্বাণ লালিমা বয়ে আনে বাঙালির প্রতিরোধ-সংগ্রামের স্মৃতি—কখনো মাতৃভাষা, কখনোবা স্বাধিকারের দাবিতে বারবার স্বৈরাচারী শোষণের বিরুদ্ধে রক্ত ঝরানোর দুঃসহ গৌরবের ইতিহাস।
পলাশের লালে রঞ্জিত এই ফেব্রুয়ারিতে চলে আসুন ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ উৎসবে; চলচ্চিত্রের ছন্দে-আনন্দে ঋতুরাজকে বরণ করে নিতে।
Dhaka University Film Society
Free
Add a review