Venue
বাংলা একাডেমি
বাংলা একাডেমি
‘অসম্ভবের অনুভবে’—শীতকালীন কবিতা উৎসব
বাংলাদেশের কবিতার এই সময়ের প্রতিনিধিত্বশীল কবিদের অন্তত ৩৬ জন কবিতা পড়বেন আমাদের এই আয়োজনে। তাঁদের কবিতা নিয়ে আলোচনা করবেন এই সময়ের উল্লেখযোগ্য লেখক, কবি, সাহিত্য সমালোচক, চলচ্চিত্র নির্মাতা। দিনব্যাপাী এই আয়োজন উদ্বোধন করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। আয়োজনের মধ্যমণি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। সমাপনী বক্তব্য রাখবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
সংস্কৃতিবাংলা
Free
Add a review