Venue
Tsc, Dhaka University
Tsc, Dhaka University
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে
এনসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত থাকবেন শিক্ষক, সাংবাদিক, অধিকার কর্মী এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানিয়ে গান করবেনঃ
কৃষ্ণকলি
সায়ান
মাদল
বাংলা ফাইভ
মরফিন ক্লাউড
এফ মাইনর
তুহিন কান্তি দাস
দ্যা রাবুগা
ভিয়েন্তো
রেড টুইলাইট
ব্ল্যাক বার্ডস সহ বিভিন্ন গানের দল এবং শিল্পীবৃন্দ।
এছাড়াও কবিতা, আদিবাসী পারমফরম্যান্স আর্ট, চিত্র প্রদর্শনী এবং আর্ট এন্ড ক্র্যাফট প্রদর্শনীও থাকবে।
সময়ঃ ২৪ জানুয়ারি, শুক্রবার বিকেল ২ঃ৩০ টা
স্থানঃ স্বোপার্জিত স্বাধীনতা, টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি।
বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি।
Free
Add a review